পাষানী

পাষানী

আজি শরতের প্রভাতে সখী
পাখিরা গাহিছে গান।
চিঁহি চিঁহি কোলতানে মোর
জুরায় মন প্রাণ।
রবির প্রথম রাঙা আলো
পরেছে আমার গায়।
উকি মেরে মেরে চাহিতেছে মোরে
আবছা কিছু তারায়।
তৃণের গায়ে কুহেলির নির
দিয়াছে পা ভিজায়ে।
শান্ত মৃদু হাওয়ারা শুধু
আমার পরশ চায়।
এরা সবাই তো ভালবাসিলো
দেখতো কতটা দানী।
তুমি কেবল রহিলে দূরে
হায়রে হায় পাষানী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে