সে কেনো বেশ্যা?


আমি আজ তাকে ভালোবাসতে চাই,
যাকে ঘৃর্ণা করে সবাই।
তার সাথে শোয়ার সাদে ভালোবাসি না।
সে দেহ বিক্রী করে পেটে খায়, হাসি না।
তাকে একটু সন্মান দিতে চাই,
দেখি বিপরীতে কি পাই।
জানি, ভালো না তার অঙ্গ ভঙ্গিমা,
করুণা করে দেখি, সেও কারো মেয়ে, কারো মা।
মায়া ভরা, অশ্রুচোখে বলবো, এ কাজ করো না,
সমাজের কাছে প্রতিনীয়ত বোন তুমি মরণা।
কাল আবার কাওকে ভালোবাসবো,
দেহের সুখ মেটাতে নয়।
আচ্ছা, তোমরা কি লজ্জা দেবে?
সে যদি আমায় ভাই কয়।
তোমরা যদি মানো সব তার ইচ্ছায় হয়,
তবে সে কেন বেশ্যা? বোন বললে নেই ভয়।
মিটিয়ে দেখি তার পেটের জ্বালা,
তার পরেও কি পরবে সে, এই নামের মালা?
তাকে উরতে শেখাবো, দিব খোলা আকাশ,
ক্লান্তি তাকে জরায়ে রাখবে না, আমার বিশ্বাস।
আমি আবার কাউকে ভালোবাসতে চাই,
সমাজে যার কোনো সন্মান নাই।

                          


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে