কলঙ্কিনীর প্রেম


আরে বাবা ভয় কিসের
এ তো চারিত্রীক কলঙ্ক নয়। 
"এত ভালোবাসার মানুষকে হারালে "
এমন যদি কেও কয়।
না না তুমি ভয় পেওনা,
আমি ভালোবাসাহীন থাকলেও,
তোমার কলঙ্ক হতে দেবোনা।
আমি ভালো থাকবো,
থাকবো তা নিয়ে ভেবোনা।
আমি তোমায় ভালোবেসে যাবো,
যে আমায় ভালোবাসেনা
তাকে ভালোবেসে হয়তো
শূন্য হবে জীবনের দাম।
হয়তো ইতিহাস দেবে 
অমর প্রমিকের নাম।
সব বলে দিয়েও মনে হয়
কিছু থেকে গেছে বাকি।
ক্ষমা করে দিও, যদি তোমায়
এইটুকু যাতনা দিয়ে থাকি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

নষ্ট মেয়ে