রয়ে গেলাম অকবি

শুনেছিলাম,
প্রেমে পরলে নাকি
লোকে হয়ে উঠে কবি।
আমি যে পোড়া রয়ে গেলাম
আজও অকবি।
হাতে কলম তুলি,
ভাবি লিখবো,
পাছে যার জন্য লিখবো
সে কি পড়বে?
জানি আমার সকল লেখা
তার ডাস্টবিনে ঝরবে।
ছাতাঃ শব্দগুলোও
হারিয়েছে কোথায়!
কিজানি কোনো আচেনা
কবিতার খাতায়।
হাজার চেষ্টা করেও
একটি শব্দ না পাই।
মাথাটা আমার পুরে
একেবারে হয়ে গেছে ছাই।
ভেবেছিলাম প্রেমে পরে
এই অকবি হবে কবি।
আজ জানলাম মিথ্যে
আমার ভ্রম ছিল সবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে