মা


মা, নে না আমায় নিজের করে,
শুনেছি সকলেই তোর, জগত সংসারে।
জানিস মা, আজ বড় বেথ্যা বুকে!
অনেক কিছু বলতে চাই, কথা নেই মুখে।
বুকে ঘাঁ নিয়ে, মায়ের কাছে এসেছে ছেলে,
মা রে আজ নে না আমায় কোলে।
মা সব ছারিয়ে এসেছি তোর কাছে,
আজই নে,
আবার কোন মায়া টেনে নেবে পাছে।
তোর বা কি আছে প্রোয়জন,
তবু রাখ না, তোর সন্তানের মন।
তুইতো জানিস, কত জটিল এ জগত,
অধমে ধরেছে আজ জীবনের পথ।
তোর কাছে, মিটে গেলো জনমের সাদ,
নতুন সূর্য দে নতুন প্রভাত।
লজ্জা হয়, তবু বলি-ভোলা না সব কষ্ট,
পুরাতন মন আমার করে দে না নষ্ট।
জগতজননী তুই দে না আশ্রয়,
আমার আমিকে তুই করে দে না খয়।
মা, আমায় নে না নিজের করে,
শুনেছি সকলি তোর জগত সংসারে।
                         

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে