বিস্ফোরণ



মানবিকতার আবমাননায় হয়েছো তুমি স্মৃতি,
অসমাপ্ত মানব জীবনে টানলে তুমি ইতি।
এটাতো ছিলনা অন্ত তোমার,
তুমি প্রাণে ছিল জীবন্ত।
আজ ঘরেতে এসেছো ফিরে তুমি প্রাণহীন অজীবন্ত।
পথ চেয়ে ছিল মাতৃ তোমার, প্রিয়জন কত কেহ।
আশা সব তোর পুড়ে হোলো ছাই, ছাই হোলো তোর দেহ।
নির্দোষী তুমি পেয়েছ শাস্তি, দোষটা ছিল কার?
অমানবিক হত্যালীলার হয়েছ তুমি শিকার।
চির বিরহের দুঃখ নিয়ে বুকে, নিরবে সয়েছ ক্ষতি!
অসমাপ্ত মানব জীবনে টানল তারা ইতি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে