প্রভু

লক্ষ কোটি সবার মাঝে
ছড়িয়ে আছো তাই,
সব দিয়েছ তুমি প্রভু
যা কিছু আমি চাই।
খুঁজেছি তোমায় বাইরে প্রভু
অন্তরে তুমি মোর,
তাকিয়ে আমি আকাশ পানে
ভাবছি বড় জোর।
অন্তরে তুমি অন্তর্যামী
বাইরে কোথা পাই?
সবটা জেনেও পাগল আমি
বাইরে খুঁজে বেড়াই।
তুমি যে আছো সকল দ্রব্যে
গায়কের সুরে গানে,
আছো মোর লেখনী মাঝে
আছো বীনার তানে।
তুমি যে প্রভু সর্ব শক্তি
শক্তির আধার,
তাইতো প্রভু আকাশ মাঝে
রূপ দেখি তোমার।
আমি যে প্রভু সবচেয়ে তুচ্ছ
তোমায় মিশিতে চাই,
তুমি ছাড়া এই পুরো সৃষ্টির,
আমার গতি নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে