শেষ বেলা

তুমি নেই আসে পাশে,
তবু কি তুমি আরালে?
এখন তুমি আরো বেশি,
রক্ত ধারায় জড়ালে।
চোখ এখন পায়না দেখা,
হৃদয় তোমায় দেখে।
আমার বুকে আপন ছবি,
গেছো তুমি রেখে।
একটু খানি স্বপ্ন ছিলো,
বাচবো তোমায় নিয়ে।
আন্ধকারে রেখে গেলে,
সুখের আশা দিয়ে।
থাকো যতো খুসি দূরে,
সুখের সংসারে।
সুখী তুমি হবে সখী,
সুখের আশা করে।
আমি পথিক নিঃরূদেশে,
শুধু ভেসে যাবো।
কি জানি কোন বিদেশে,
নিজেকে হারাবো।
তুমি থাকো সবার মাঝে,
হয়ে চোখের মনি।
তোমার হাসি তোমার খুসি,
চায় হৃদয় খানি।
শেষে তুমি যাওনি বলে,
আমার আজানা ভুল?
তবু কেন ফিরে আসো?
কেন? বেদনার মুল?

                  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সে কেনো বেশ্যা?

কলঙ্কিনীর প্রেম

নষ্ট মেয়ে